নতুন জলে ভরা খালে
লগি হাতে লই
শূন্য নায়ে শুধু একেলা
পারা পারেরা কই।


রৌদ্রময় আকাশ টাতে
মেঘ করেছে ঝলমল
নৌকার সাথে তাল মিলিয়ে
জল নাচে কলকল।


হালকা হাওয়া ঘেমে যাওয়া
ভিজে যাচ্ছে দেহ
ভর দুপুরে চলছি একা
সঙ্গে নাই মোর কেহ।


যাইতে হবে অনেক দুরে
হউক না কাঁদা জল
জীবন যুদ্ধে লড়ছি একা
আসবে একদিন ফল।


সামনে যতই আসুক বাঁধা
মেঘ বৃষ্টি ঝড়
সত্য পথে এগিয়ে যাবো
করবোনা কোন ডর।


স্বপ্ন বুনি হয়তো একদিন
জ্বলবে জীবনের দ্বীপ্তি
এমন ভেবে চলছি পথে
এটাই মনের তৃপ্তি।