সূর্যটা মেঘের আড়ালে
দেখা যায়না লাল বৃত্ত
কোলাহল মুক্ত প্রকৃতি
এতেই আমি খুব তৃপ্ত।


বৃক্ষ যেন ঘুমিয়ে গেছে
চারিদিকে তাই স্তব্ধ
বৃষ্টির ভয়ে লুকিয়েছে ঘরে
মানুষের নেই কোন শব্দ।


হঠাৎ করে ঝুমঝুম বৃষ্টি
ভিজে দিল শুকনো গা
তরিঘরি করে দৌড়াতে গিয়ে
পিচলিয়ে গেল পা।


সারা শরীরে কাঁদা নিয়ে
খুজি মরি চাপ কল
তাইনা দেখে অট্টহাসে
কোলা ব্যঙের দল।


পাশের খালে জমানো জলে
ধুইতে থাকি জামা
চলন্ত পথের রিকসাওয়ালা বলে
কি হয়েছে মামা?  


আমি মরি আমার জ্বালায়
লোকে দিচ্ছে খোচা
হাতে পায়ে কামড় দিচ্ছে
দুষ্ট মাছি মশা।


ভাগ্য বড় খারাপ বলে
সবাই লাগছে পিছে
প্রকৃতি মাঝে আনন্দ খুজতে
দেখি সবই মিছে।