চলে এলাম অনেক দুরে
হৃদয়ের বৃত্ত ছাড়ি
ঘটনার ঘনঘটা বড় বেশি
পরে গেছে কমা দাড়ি।
আপনার লাগি আপন জগতে
বড় বেশি সবাই তিক্ত
হতে পারিনি কারো হৃদয়ে
একটু খানি লিপ্ত।
আধারে ঘেরা জীবনের পাতা
আলো নেই সব ছায়া
জীবনের তরীর ঠাঁই হয়না
তবু চলি দাঁড় বায়া।
ভাল মন্দ সবই যেন ভুল
শুকনা হয়ে যায় কাঁদা
ভালোর মাঝে আলো দেখিলেও
কালো হয়ে যায় সাদা।
পিচঢালা পথে চেয়ে দেখিলে
হয়ে পরে তা নালা
খুজে পেলাম না আজই আমি
জীবনের ফয়সালা।
মরুপ্রান্তের যাযাবরের ন্যায়
নেই যার কোন নীড়
মহাসমুদ্রে ভাসমান তরী
খুজে পায়না তীর।
সাদা চকচকে দুরের বালুচর
মনে ভাবি জলরাশি
তাই ভেবে সারাটি জনম
ভাঙ্গনের জলে ভাসি।