প্রকৃতি আজ শান্ত হয়েছে
ঈশ্বর আছে নিরবতায়
আবেদনের পাতায় ভর্তি টেবিল
সব রয়েছে বিবেচিতায়।


কি নিদারুণ কান্নার সুর
ভেসে যায় শুধু বাতাসে
চাতকের ন্যায় বিচার চাহিয়া
চেয়ে থাকে ঐ আকাশে।


গতর ঢেকেছে কালো পোশাকে
বিচারপতি আর উকিল
টাকার জন্য বিচার শূন্য
মুখে মেরে রাখে খিল।


ডালা ভর্তি পুষ্পের মালা
দানবের গলায় পরিয়ে
উল্লাসে ফেটে করতালিতে
ধন্য বুকে জড়িয়ে।


বিদ্যায় জমানো ফাইল গুলোতে
নৈতিকতার নেই শিক্ষা
ক্ষমতার দাপটে দুহাতের সাপটে
পকেটে ঘুষের ভিক্ষা।


ফাইলের গাথা লেগেছে কাঁদা
জাল বুনে সেথায় মাকড়সা
যুগের উপর যুগ ধরে তাই
চলছে এমন করুন দশা।


হরেক রকম রং মাখিয়ে
নারীকে সাজিয়েছে পন্য
সভ্য সমাজের কোট পরা মানুষ
রয়ে গেছে আদিম বন্য।


গৃহালয়ে বসবাস করে
বনো শুকুরের দল
কতনা মিল রয়েছে তাদের
মানুষের ন্যায় অবিকল।


ধর্ষণ আর নির্যাতনে
ভরে গেছে সারা বিশ্ব
বিচার শাসন দর্শক হয়ে
দেখে চলে এই দৃশ্য।


শিশু কিশোরী যুবতী বৃদ্ধা
কেউ পরেনী বাদ
ইটের দালানে খড়কুটো  বা টিন
হউক না ফুটপাত।


পরক্রিয়া আর লোভের ঘোরে
লুটে পরে কত প্রান
কত নারী হিংস্র দানবী
স্বামীর রক্তে করে স্নান।


স্বাধীনতার নামে অর্ধ লগ্ন
পোশাকের কত বাহার
রাতের আধাঁরে কিংবা পাথারে
হয়ে পরছে  আহার।


নেশাখোর হলো সাধু সন্ন্যাসী
মৃত্যুর পরে হয় মাজার
নারী মর্দ গানের তালে
আসর জমিয়েছে গাঁজার।


এসব দেখে থমকে গিয়ে
বলি তাই বারংবার
নির্জন বনে কাটাবো জীবন
রাখিয়া সংসার।