জাগরি তারাটি একাকী আলোর   গান ধরে
  দেবদারু একা কাক জ্যোৎস্নায়   স্নান সারে
রূপশালি ধান  রাত্রি মাতাল  নিদ্রাহীন
  উদাসী ডানা  রাতচরা পাখি  কুয়াশার  ঋণ  ।


সারি সারি গাছ আসর জমায় দুলিয়ে মাথা
  জোনাকির ঝাঁক  ডানায় আদর ফুলঝুরি কথা
মাঠের ফসল মাতে জলসায়  কুপিয়ে  মাটি
জমির সীমানা বাঁধ ভেঙে হয় শীতলপাটি।


খুশির কুয়াশা  তুবড়ি ফাটায় মেঘের ঠোঁটে
  নিশীথ আকাশে  না বলা কথার  ফুলঝুরি ছোটে
মিলন মেলা  রাতভর  হয়  রং মশাল  
ভোরের আকাশ  খবর পেয়েও  দেয়নি তাল।