রামদীনের রোজনামচা


শ্রাবণী বসু


হট্টগোলের কাঁধে চড়ে -
খুঁড়ি্যে চলে দিন,
রক্ত ঘামে ভিজিয়ে শহর-
ছুটে চলে রামদীন।


চাকার সাথে বছর ছোটে -
অভাব হাঁটে ঘরে,
ক্লান্ত পা পথের উপর,
পেশীর ভরসা করে।


ছুটতে ছুটতে উদয়-অস্ত-
এক করে জান-প্রাণ,
দিনভর শ্রম! নেই বিশ্রাম !
দুইবেলা ভাতে টান !


মানুষ টানে বোঝা মানব
কামড়ে ধরে মাটি!
কষ্ট কথার স্বরলিপি-
লিখছে শতাব্দীটি!