জীবনে যখন তার সাথে দেখা হবে ভাবি.
তখন কোনও এক বাতাসি ছায়ায়    
কিছু নারী বাদি প্রেতাত্মারা    
অমোঘ স্তনের লোভ দেখিয়ে বলে ,
"আমরা আবার নারী হবো।  
না পাওয়ার বিরুদ্ধে মিছিলে ও যাব।"  
আর যারা পেলেনা কিছুই  
তাদের জন্য আসছে বছর আবার হবে।  
কয়েকটা শুকনো ডালে কাকেদের জলসা  
ভাংগা ভাংগা মেঘে কিছু ভাসমান স্বপ্ন  
ভেসে যায় অজানায়..  
আবার সেই সব রমনীয় নারীগুলো    
ইতস্তোত:যৌনতায় গর্ভ ভরে চলে অবিরাম।  
বিপিএল অথবা তপশিল,অথবা  
যারা পেটের টানে ব্রিগেড ভরে দেয়,    
ওদের একটা প্রান নিলে,
অনেক বেশি প্রান দেওয়া যায়..  
প্রানের বিনিময় কয়েকটা কাঁচের বোতল আর ,
রাতের অন্ধকারে নগ্ন চিৎকার চেচামেচি,
স্রেস্ট প্রতিভার মেডেলটা.
বুক ভোরে চুরি করে নেয়:
তবুও সেইসব কুঁড়ি-ছেড়া ফুলগুলো    
বারবার জন্মনেয়,
আর মিছিলে ওরা বলেন
"আসছে বছর আবার হবে।"