আজ শ্বাস নিতে বড় কস্ট!
বড় কস্টে গিলে ফেলি
বাতাসের অ-শালীন গন্ধ,
উর্বর মাটিতে নগ্ন শিল্প।
শুধু কতোগুলো
নির্জীব প্রানের
উলঙ্গ স্বপ্নের মেলা।
এখানেও প্রানেরা উদ্ভিদ।
শুধু প্রাণ হীন গর্ভ- ব্যাথা:
ব্যাথাগুলো পন্য করে.
একা একা বেঁচে থাকি বেশ:
আমি চোখ বুজে দেখি,আর
ব্যাথাদের সাথে কথা বলি
একা একা শুধু দেখি
দেখি জীবনের সুখ-দু:খ ...
যেই খানে সু:খ নেই
সেইখানে আমি,
একা একা সুখে থাকি!
যেই খানে শুধু বিষ
সেই বিষ বুকে আমি
একা-একা বেঁচে আছি!
গোপন যত্নে বড় গোপনে
ঘৃনাকে দিয়েছি প্রান .
সেই প্রান নিয়ে আজ
কপালে পড়ে ছি
গোপন ব্যাথার টিকা:
গোপন সিংহাসনের গন্ধে
মানুষ মানুষের বুকে
আজও রক্তের ফুল
আনন্দে উৎসবে
খোঁচা দেয় সৃস্টির স্বতিত্ব!