যখন তোমার হাত ধরি- ধরি করি,
মনে হয় বহুদূরে তুমি।তবু কাছে বসে আছ।
বহু দূর থেকে হাতটা যখন চাই,
খুব কাছে আছ মনে হয়,মনে হয় খুব কাছে
পলাতক স্বপ্নগুলো বুকের প্রতিটা ইঞ্চি মেপে
পারদে পরশ মেখে বুকের ভিতরে বসে আছ
সবুজ আকাশে চোখ তুলে যেই দেখি
শুধু দেখি অন্ধ জোনাকিরা আমার মত একা:
নিতান্তই আমিরের মত চেয়ে দেখি মহাকাশ
গোপনে যে ব্যাথা প্রান ভরেছে আমার
বুঝতে পারিনি আমি কি'করে এক বিন্দু শিশির
মহাকাশকে কেড়ে নিল,কেড়ে নিল জোনাকির দান।
কাঙ্খিত নক্ষত্রগুলো বেঁচে থাকে নি:স্ব প্রান :
সীমানা বাঁচিয়ে রেখো জোনাকির দানে!
যে ভাবে বেঁচে আছে সফেন, স্বপ্নের আকাশি হাত!
নতযানু  মরিচীকা যার,তার কাছে হাত পাতি।