ঘ্রাণে আমি বুঝতে পেরে
বারুদ পুরা গন্ধ,
প্রবল ক্রঁদে মায়ের পেটে
পদাঘাতে করি যুদ্ধ।
প্রসব ব্যথায় আঁতুড় ঘরে
উচ্চ আর্তনাদে,
মায়ের দুধে শান্তনা পাই
মুক্তির চির স্বাদে।
মায়ের মুখে প্রথম দেখি
রক্তিম লালে সূর্য,
দেখিনি সেই-রক্ত হোলির
রণতরী-রণতূর্য !
স্বাধীনতার পরশ মেখে
কাব্য লিখি ঋনে,
চরণ ফেলি পাঁচ দশকে
জন্মের শুভ দিন।