আমের হাঁটি সুসজ্জিত
কিশোর যুগল মুখরিত
কাঁচা লঙ্কা লবণ নিয়ে
জটলা বাঁধছে অবিরত।


লক্ষ্য করে আমের দিকে
ঢিল ছুড়ে জেদ বাজি রেখে
গাছ মালিকের সাড়া পেয়ে
দৌড়ে পালায় দিগ্বিদিকে।


গ্ৰীষ্ম ধারার প্রখর তাপে
দেশজুড়ে আজ ভিত্তি কাঁপে
ভয় বেড়েছে মহামারীর
মরণ থাবা দ্বিতীয় ধাপে।


মানব কুলে ভাবনা সবার
বৈশাখী ঝর হয়তো এবার
মহামারীর শিকড় তুলে
আনবে গতি এই বাংলার।


এসো বৈশাখ পূণ্য মাসে
হাত তুলেছি ক্ষমার আশে
হে- দয়াময় মুক্ত কর,
সব অনাচার বিপদ নাশে ।