মহামারী ফের খেপেছে
ভয় ঢুকেছে পাড়ায়,
আমিও খুব-আঁতকে আছি
নিষ্ঠুরতার ধারায় !


দিনে বাড়ছে তৃষ্ণা জালা
রাত্রে পালায় ঘুম,
এইতো হলো পূর্ণ বছর
কর্ম দেয়নি চুম।


শিল্প পাড়ায় ভীড় বেড়েছে
ভাগ্যহতা  নোকর,
নিয়োগ নামের গুড়েবালি
মালিক কাটে জাবর ।