সেদিন চাঁদকে ছুয়েছিলাম-
তাকে জড়িয়ে ছিলাম দু’ বাহুতে
রেখেছিলাম তার হাতে হাত
চোখে চোখ, রেখেছিলাম ঠোট তার ঠোটে ।


কাছে আসার সুযোগ পাইনি সহজে
বন্ধুর পথ হয়েছে পাড়ি দিতে,
দেখে তাকে পুড়তো মন, দেহ যে-
তাতে তার কী, আমি পুড়লে সে হাসে।


বয়সের সাথে চাঁদের মনও বড় হয়
হয়ত সে কারনেই মুচকি হাসি দিয়ে,
ভরা পূর্নিমায় ডাকলো আমায় কাছে
জড়ালো তার উষ্ণ বক্ষ দিয়ে।


পূর্নিমার পরে অমাবস্যা থাকাটা বাঞ্ছনীয়
তাইতো মাঝে মধ্যে রাখে আমায় দূরে,
সে নিজেও চলে যায় অন্তরালে,
কামনীয়তা আর উষ্ণতা, সব কিছু যায় ভূলে।


কী ভাবছেন, চাঁদ খুঁজছেন? আকাশ পানে?
লাভ নেই; সে নেইতো সেখানেতে!
নিজ ঘর রেখে কোথা পাবে তাকে !
যাকে রোজ বাঁধো মায়া, প্রেম আর কামনাতে।