ওহে, আশা জাগানিয়া
আশা জাগিয়েছ মোর হৃদয় মন্দিরে
নিয়েছ আপন করে হাজার মানুষের ভিড়ে
দেখিয়েছ স্বপন আধো জাগরণে
রেখেছ মোরে ঐ ছোট্ট মনের কোণে
দুরু দুরু বুকে জমে থাকা ব্যাথা
শুরু শুরু হলো প্রেমের কবিতা লেখা
নয়ন আধারে রেখেছ মোরে
কাছে নেয়ার কি যে সেই নেশা
কত যে কল্পনা মনের জল্পনা
পেল সব ই আজ ভাষা
অজানা কোন এক কারনে
ঠেলে দিলে মোরে বহু দূরে
ডেকেছিলে তবে কেন সেদিন
কোকিলের কুহু কুহু সুরে
বলেছিলে তুমি থাকবে পাশে
এক বুক নিঃশ্বাস হয়ে
প্রেমাঞ্জলিতে ভাসাবে মোরে
যেমন করে অবিরাম স্রোতধারা যায় বয়ে
রাখলেনা খবর,ভুলে গেলে আমায়
হারিয়ে গেলে অসীম সীমানায়
খুঁজি তোমায় আজ ও আমি
ঐ নীল নদের মোহনায়