দু' চোখ ভরে হয়তো দেখেনি সে ভুবন
অন্তর দিয়ে তো সব করেছে ভ্রমণ ,
দিগন্তজোড়া  মাঠে ফসলের ঘ্রাণ
জুড়াল যে তার দেহ মন প্রাণ ।।
দখিণা হাওয়ায় হল যে সে  উদাসীন
ধরল তখনি ভাটিয়ালি গানের সুর ,
ভাবে সে কারনে অকারন
এই জীবন আর কতদূর ?
এই জগতের নিঠুর নির্মমতায়
তার মত যেন কাঁরও চোখ হারিয়ে না যায় ,
বসুন্ধরার রুপ না দেখতে পারা যে
কতটা বেদনা দেয় ।।
তাতে কি হয়েছে ?
হৃদয় তো তার আছে ।
শুনেছে সে খুব সকালে
দুষ্টু পাখির কোলাহল ,
মিষ্টি ঘাসের গন্ধে  মন হল তার
আনন্দে বিহ্বল ।।
শুনে সমুদ্রের বিশাল জলরাশির গর্জন
মন হয় যে তার উচাটন,
ভেসে বেড়াতে চায় যে সে
করে দিয়ে সব গ্লানি বিসর্জন ।।