আমি থেকে যাবো আজীবন ,
ভালো কর্মের গুনে ।
আমার আলো যতক্ষণ থাকবে ,
ততক্ষণ আমি সত্যের সন্ধানে খুঁজ বো ।
দিন যায় রাত্রি যায় ,
চলে যায় আমার আয়ু ।
আমায় ক্ষমা করি ও ,
হে জগত বাসী ।
এই জগতে আমি এক  পাপিষ্ট মানুষ ।
আমারা আলো নিভে যাবে ,
চারদিকে ছড়িয়ে যাবে অন্যরকম খবর ।
তৈল ফুরিয়ে গেলে ,
বাতি নিভিয়ে যা ,
আমার ও আয়ু কমে গেলে ,
চোখ যাবে নিভে ।
আজ বড় হচ্ছি মৃত্যুর টানে ।
শেষ বেলায় জয়ের হাসিটা যেন থেকে যাবে ।
কত স্মৃতি হারিয়ে যাবে স্রোতের মতো ।
শেষ বেলায় আমার প্রতি ঘৃণা রাখি ও না কেউ ।