বহু স্বপ্ন দেখেছিলাম বৃদ্ধ হবো এক সাথে।
কল্পনার মাঝে বসবাস করে প্রতিনিয়ত।
হৃদয়ের দুমড়ে মুচড়ে উঠে প্রতি সময়ে।
এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বহুক্ষণ।


স্বপ্ন থেকে যায়, রয়ে যায় কিছু করুন স্মৃতি।
স্মৃতি টুকু মনে হলে বুক ধড়ফড় করে।
একাকিত্ব থাকতে থাকতে মুখে ফুটে না হাসি।


মানব মনে থাকে কত স্বপ্ন।
বাস্তবতা শিখিয়ে দেয় কত কষ্ট।
জীবন মানে এক অজানা সংগ্রাম।


শঙ্খচিলের মতো উড়ে এসে ছোঁ মেরে নিয়ে যায়।
অদ্ভুত রহস্যময় জীবনে কত আকাঙ্ক্ষা থেকে যায়।