ঘড়ির কাঁটা চলছে আপন গতিতে।
থামছে না কোন উচ্চ ব্যক্তির জন্য।
   জীবন চলছে নিজ গতিতে,
  থামছে না কোন জায়গায়।
ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে আপন ঘরে।
মানুষ চলতে চলতে নিজ গৃহে।
  নষ্ট ঘড়ির কোন মূল্য নেই,
নষ্ট জীবনের কোন মায়া নেই ।
ঘড়ির কাঁটা থেমে গেল,
সময়ের কাঁটা চলবে ।
    আজ হয়তো আড্ডা ,
     কাল হয়তো শূন্য ঘরে ।
  কেউ একা না,
        সঙ্গে মিশে আছে আপন ছায়া ।