চারদিকে শুধু রঙিন মানুষ।
রঙ দেখে মুগ্ধ সবাই।
রূপে রহস্য খুঁজে সবাই।
মনের কোন দাম নেই।
সবাই খুঁজে উপরের রূপ,
খুঁজে না তার মন ।
রঙের মানুষের অভাব নেই,
চরিত্রে অভাব বটে।
মানুষের মাঝে লুকিয়ে আছে অমানুষ।
আগে মনুষ্যত্ব থাকা উচিত ,
তারপরে জ্ঞান অর্জন করা সম্ভব ।
রূপে মানুষ ,
      কাজে হিংস্র পশু কে হার মানায় ।
রূপে মানুষ ,
       হিংসা বিদ্বেষ পোষণ করে মনে।
রূপে মানুষ ,
       ঘোষের বিনিময়ে ছেড়ে দেয় বহু অসৎ কাজ।
রূপে মানুষ ,                                        
      হিংস্র পশুর মত ঝাপিয়ে পড়ে অসহায় নারীর প্রতি।
রঙিন মানুষ, রঙিন দেওলের মাঝে ক্ষত বিক্ষত আঁকা ছবি।
হাইরে মানুষ, নিঃশ্বাস গেলে শেষ ।