এইতো বর্ষার শেষে আমায় একাকিত্ব করে চলে গেলে ।
দক্ষিণে বারান্দায় আজও ফুল ফুটে ,
কিন্তু তোমার সেই নূপুরের শব্দ কানে এলো না ।
চায়ের পেয়ালা চুমুক দিয়ে কেন মনে হয় শূন্যতা অনুভব করছি ।
জানালার পাশে অজানা শব্দ আসে ওগো ওগো শুনছো ।
কত দিন কেটে  গেল ,তবু ভুলা ‌যে মুশকিল ।
তোমার সেই লেবুর গাছে ফুল ফুটে ,
খোকা মনি আজ ভিশন কাঁদলো তোমার কথা মনে করে ।
এইতো বসন্ত এলো ,
রাঙা ফুলের মালা দিয়ে বরণ করবো তোমায় ।
কিন্তু তুমি নাই, তুমি নাই ।