গঙ্গার স্রোত কারো জন্য অপেক্ষা করে না ।
শঙ্খচীল ভেসে আসে দুঃখে।
দূর আকাশের  নিচে বসে আছে একা ।
আঁধার রাতে দূর আকাশে বাতাসে ভেসে আসে কান্নার শব্দ।
কে জানি উঁকি দিচ্ছে ঘন আঁধারের মাঝে ।
জীবন মানে রেললাইনের  দুই পাত।
ভূল করে মানুষ শিখে ।
সময় আপন গতিতে এগিয়ে চলে ।
কালো মেঘের আঁধারে লুকিয়ে আছে কল্পনা ।
জোনাকি  সুখের শব্দ কানে বেজে উঠে ।
গন কালো আঁধারে লুকিয়ে থাকা কুকুরের   আর্তনাদ ।
কপাটের বাহিরে হুংকার শব্দ ।
আপন হৃদয়ে মিশ্রিত হয়ে আছে প্রিয়জন হারানোর ব্যথা ।
রঙিন দেওয়ালের উপরে ভেসে উঠে চঞ্চল ছায়া ।
আপন গৃহে বসবাস করে আপন মানুষ ।
যে হারায় সে সব হারায় ।
যে বুকে চাঁপা ক্লেশ থাকে ।
সে বুকে আর সুখের খুঁজে বেড়ায় না ।