যদি হতাম পাখি ,
উড়ি যেতাম মদিনা ।
জেয়ারত করিতাম হযরতের কদমে।
উড়ি বেড়াতাম মদিনার ওলি গলি।
উড়ি চলে যেতাম হাসান হোসাইনের কাছে।
মাটিতে লুটিয়ে যেতাম খেলার বস্তু হয়ে।
হাসান হোসাইন দেখতো মোরে ।
আম্মাজান মা ফাতেমা দেখে মুচকি হেসে দিতেন।
বসে থাকতাম হযরতের মুখের বাণীর অপেক্ষা।
সে বাণী আমায় করতো মুগ্ধ ।
বসে থাকতাম হযরতের অজুর পানি পান করতে।
এই অধম উড়িয়ে যেতাম হযরতের সাথে।
কুঁড়ি নিতাম হযরতের পায়ের ধুলা বালি।
রেখে দিতাম সুগন্ধি কাপড়ে মুড়িয়ে ।