সকল যন্ত্রের মূল হৃদয়ে শান্তি ।
শান্তির খোঁজে বেড়ায় অবিরাম ।
কত কড়ি রয়ে আছে ,
তবুও শান্তির মাঝে নাই ।
রঙ মঞ্চের মতো অভিনয় করে শান্তি।
বিশাল অট্টালিকা রয়ে আছে তবু ও শান্তি নাই ।
বাঁশের চার কোণে রয়ে আছে বহু শান্তি ।
চটপট করে প্রতিনিয়ত , নিদ্রা নাই আঁধারে ।
গরিবের রক্ত মাংসে গড়া তোমার অট্টালিকা।
ঘোষের টাকায়  তোমার রমরমা পোশাক ।
তোমরাই খুঁজে বেড়ায় ও শান্তি ।
দম বন্ধ হলে গভির আঁধারে রেখে আসবে ।
যার জন্য এত আয়োজন ,
সে কাঁধে করে রেখে দিবে চার কোণে ঘরে ।
শান্তি খুঁজো, নিজের কষ্টের মাঝে ।