লোক চখে আমি মানুষ বটে ।
আমি মানুষ রূপে কয়জন জানে।
দিনের আলো হাসি থাকে সব সময় ।
রাতের আঁধারে খুঁজি   আহার ।
এই যেন এক অজানা শহরের পথিক।
হেঁটে যাই , তবু আশা থাকে স্বপ্নের গাড়ি ।
আমার শহরে ভাতের সঙ্গে যুদ্ধ করি ।
অনিশ্চিত এই পৃথিবীতে খুদা মেটাতে যাই ঘরে‌ ঘরে ।
কেউ নষ্ট ‌করে আহার ,
কেউবা দু'মটো আহারের জন্য ঘুরে বেড়ায় ।
স্বার্থপর এই পৃথিবীতে মায়া যেন হারিয়ে গেছে ।
আমার চোখে আমি মানুষ ,
লোক চোখে আমি গরিব মানুষ ।
চোখের কোনে অশ্রু ,
লোকের চোখে মোরা শত্রু ।
এই যেন থেকে গেল জীবন অপূর্ণ ।