এই চিঠির বক্স ফেলে দেওয়া মানে স্মৃতি মুছে ফেলা নয় ।
এই কাগজের নৌকা ডুবে যাওয়া মানে স্মৃতি মুছে ফেলা নয়।
এই গোলাপ শুকিয়ে যাওয়া মানে স্মৃতি মুছে ফেলা নয়।
নদীর সেই স্রোত আজ ও বয়ে যায়,
বট বৃক্ষ আজ ও ছায়া হয়ে দাঁড়িয়ে আছে ।
একটুকরো মেঘ যেন মিশে গেছে স্মৃতির পাতায় ।
লোকালয়ে দেখা হইছে কত মানুষের সাথে ।
কেন সেই মানুষের মাঝে মিশ্রিত হয়ে আছে এক অমিলনের গল্প ।
কেন সেই মানুষ বারবার স্মৃতিতে চলে আসে ।
কই কখনো তো সেই লোকালয়ের মানুষের কথা  মনে হয় না ।
কেন শুধু একজনের কথা বারবার স্মৃতিতে চলে আসে।
এই তো সেই ভোরের আলোর মতো চলে যায়।
অদেখা থেকে যাবে বহুকাল ,
       রয়ে যাবে স্মৃতি ।