আজ বহুদিন ধরে পড়ে রইলো বিদ্যালয় ।
কাঠের বেঞ্চিতে ছোট ছোট স্টিলের স্কেলে লেখা অক্ষর।
এই যেন এক স্মৃতিতে রচিত এক গল্প ।
যে যার মতো চলে গেছে অজানা এক রাজ্যে ।
ছোট্ট বেলার আকুতি ,কবে হবো মোরা বড় ।
বড় হয়ে দেখি সেই ছোট্টবেলা ঠিক ছিল সব।
স্কুল জীব ,সেই তো এক গল্প আকারে বড় বই ।
সময়ে সাথে সাথে হারিয়ে গেছে আপন বন্ধুমহল।
আজ বিদ্যালয় আপন জায়গায় দাঁড়িয়ে আছে ।
হারিয়ে গেছে এক সাথে শ্রেণীকক্ষে বসা মানুষ গুলো।
হয় তো কাঠের বেঞ্চিতে ছোট ছোট নামের অক্ষর রয়ে গেছে।
রঙিন দেওয়ালে রয়ে গেছে কত নাম ।
এই যেন স্মৃতিতে থাকা এক মুছাহীন গল্প।