এই সমাজে কলঙ্কের দাগ দিয়ে যায় নরপিশাচ ।
এই সমাজ কবে হবে কলঙ্ক মুক্ত ..?
নরপিশাচ ঝাঁপিয়ে পড়ে মা জাতি সেই নারী প্রতি ।
রক্ত টগবগ করে এই নরপিশাচ দের দেখলে ।
কেন ঘুমিয়ে আছো তুমি..?
জাগ্ৰত হয় লাল সবুজের দেশ ।
তোমার বুকে কেন এই কলঙ্কের দাগ ।
মানুষের ঘরে জন্ম হলেই ,
মানুষ হওয়া‌ যায় না ।
তোমার বিবেক বুদ্ধি আছে বলে তুমি মানুষ ।
বিবেক বুদ্ধিহীন প্রাণী তোমার থেকে ভালো ।
কেন সমাজ চুপচাপ,
বয়কট করুন এই নরপিশাচ দের ।
সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেও ।