নামটা আমার পদ্মলোচন
বাস্তবে নাই মিল,
অন্ধকার- ই সদা সঙ্গী
চোখের দ্বারে খিল।


সাদা- কালো, রঙ্গীন ভূবন
কোনো ফারাক নাই,
চক্ষু মেলে হয়নি দেখা
জন্ম থেকে ভাই।


মনের চক্ষু খোলে আমি
খুঁজি পৃথ্বীর রূপ,
নিজের মনে সাজাই ভূবন
তাইতো থাকি চুপ।


সুন্দর কিংবা কুৎসিত যাহা
তোমরা দেখতে পাও,
আমার কাছে লাগে সবই
মন পবনের নাও।


চোখ ধাঁধানো দৃশ্য দেখে
মিটাও মনের আশ,
আমি অন্ধ পদ্মলোচন
ফেলি দীর্ঘশ্বাস।


বলছি আমি পদ্মলোচন
শুনো দিয়ে মন,
যা পেয়েছ রেখো মনে
সৃষ্টির সেরা ধন।


“সহমর্মিতার সংবেদন”