সবার মাঝে আমি বড় আমি হলাম আমি,
আমার আমি সবার সেরা আমার কথা দামী।
যা বলি সব সঠিক বলি যা করি তাই শুদ্ধ,
আশে পাশের বাকী সবাই আস্ত গাধা বুদ্ধ।
চলন বলন হাড়-হাবাতে সস্তা লেখা লিখে,
আমার লিখা উঁচু জাতের পন্ডিতরা সব শিখে।
গুণের আধার কেবল আমি বাকী সবাই অচল,
ধারে কাছে কেউ ভিড়না না সবাই ই মাকাল ফল।
আমার দৃষ্টি পেতে হলে খাতির- যত্ন করো,
দিনে রাতে ভক্তি করে পা দু’ খানা ধরো।