উচ্চারণে, বর্ষে নিন্দা
ভাবনায় হারায় খেই,
চাক্ষুস দর্শন হলে গড়বড়
জবান খুলতে নেই।
ফসকে জবান পড়লে জেনো
পালাবার পথ নাই,
শ্রীঘর হবে নিত্য আবাস
চোর ডাকাতরা ভাই।
চারশিকেতে বন্দী থেকে
যৌবন হবে কাল,
তপ্ত লৌহ বাঁধবে জমাট
বেমালুম হালচাল।
এটাই হলো বর্তমানে
দেশের সমাচার,
ভুগছে সবাই বাকরুদ্ধতায়
নাই যে পথ বাঁচার।