বিবর্তনের আবর্তনে
আছি যে ভাই মগ্ন,
কাপড় পরা আছে ঠিকই
কেন বলো নগ্ন?
সভ্যতারই ফাঁক-ফোকরে
কালো ধোঁয়া ছাড়ি,
মুখের জোরে নিত্য চড়ি
মানবতার গাড়ি।
সীমাবদ্ধ থাকি কেবল
বলা-কওয়ার মাঝে,
দেহখানার কদর বেশি
দিইনা কষ্ট কাজে।
গাঁটের টাকা গাঁটেই থাকে
দান করি সব মুখে,
দুঃখীজনের নাম ধরে কই
থাকো সবাই সুখে।
মানবতার এহেন ধারা
যুগের নতুন ধরণ,
জনে জনে নিচ্ছে শপথ
বলার নামই করণ।