মানব মনে আছি মিশে
জোঁকের মত ঝুলে,
ওদের বিনে জন্ম বৃথা
যাইনা কভু ভুলে।


ধনী-গরীব, জোয়ান-বৃদ্ধ
নারী- পুরুষ মিলে,
আমার কাছে হাতখড়ি দেয়
বিবেকখানি গিলে।


ঘরে আছি বাইরে আছি
আছি ধর্মশালায়,
আমার বোঝা মাথায় নিয়ে
নিরুদ্দেশে পালায়।


কেউবা আমায় রাখে গোপন
কেউবা স্বীকার করে,
অনুতপ্ত হয়ে কেহো
শরমে যায় মরে।


আমার সাথে থাকলে যেনো
নিশ্চিত হবে মরণ,
আপনজনা যাবে ভুলে
করবেনা কেউ স্মরণ।


আদি থেকে আছি আমি
জন্ম স্বর্গলোকে,
সবার কাছে প্রশ্ন আমার
বলো তো আমি কে?