পুরুষের হই মাথার মণি
নারীর কেহ নই,
পাহাড়ের হই সদা সঙ্গী
চূড়ার নয়তো সই।


আপোষেতে পাবে আমায়
ঝগড়ায় চিহ্ন নাই,
পরলে কাপড় মধ্যে থাকি,
খুললে বলি যাই।


পাখির কাছে পাবে আমায়
কাকে আবার নই,
ঘাপলাতে হায় থাকি বন্দী
বাষ্পে ঝুলে রই।


পদ্মা নদে অগ্রে সাতরাই
মেঘনাতে যে নেই,
ময়ূরপঙ্খী আঁকড়ে ধরি
ময়ূরে ছাড় দেই।


শাপলা ফুলের গর্ভে জন্ম
পঙ্খিরাজের মাথে,
সবার কাছে প্রশ্ন আমার
বলো তো আমি কে?


বিঃদ্র : আবার ও নিয়ে এলাম ধাঁধা
         যার যা ইচ্ছা বলে যান
         বলতে নাই কোনো বাঁধা।