খাওয়ার আমি নয়কো যোগ্য, তবু যে খেতে চায়,
আমায় খাওয়ার লোভে পড়ে, মান ইজ্জত সব হারায়।
আমার মাঝে এত নেশা, ছাড়তে চায়না পিছু,
দিনে রাতে ধ্যানে বসে, পাবার আশায় কিছু।
কোনো ধর্মে আমাকে কেউ, স্বীকার করে না তো,
চুপি চুপি পেতে আমায় স্বপ্ন দেখে কত।
অফিস থেকে আদালত আর পুলিশ থেকে মন্ত্রী,
সবার সাথে পিরিত আমার আমি মনের শান্তি।
সবার সামনে আমার দর্শন, দেখায় ঘৃণা চোখে,
টেবিল তলে ভুজ বাড়িয়ে, হাসি ফোটায় মুখে।
ছলে বলে সুকৌশলে, আমায় পেলে বাঁচে,
তরিৎ বেগে জাপটে ধরে, গলায় যে মোম আঁচে।
চতুর্দিকে আমার কাটতি উঠছে ফুলে ফেঁপে,
সবার কাছে প্রশ্ন আমার বলো তো আমি কে?