যশের লোভে জ্বলে পুড়ে অন্তর করেছি ছাই,
কলি কালের ভন্ড নেতার গোলামী করে যাই।
জ্বালাও,পোড়াও,মারো,কাটো আমার মুখের বুলি,
উনিশ থেকে কুড়ি হলে রক্ত মাথায় তুলি।
দম্ভ করে চলি পথে দেশটা বাপের কিনা,
আমার কথার নড়চড় হলে করি হারাম জিনা।
তলে তলে মতলব এঁটে সুযোগ খুঁজে ফিরি,
আমিই আমার বাপের পোলা যা বলি তাই করি।
সত্য দিয়ে মিথ্যা ঢাকি মিথ্যা দিয়ে সত্য,
উচিত কথা বললে কেহো মাইর ই সঠিক পথ্য।
আমার কাছে চাপার জোরই বড় সবার থেকে,
যতই মহান হোকনা কেনো উঠবে বাবা ডেকে।
সূর্য থেকে বালি গরম নেতা থেকে পাতি,
দলে আমার ভিড়ো সবাই থাকলে ঘটে মতি।



বিঃ দ্রঃ- এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা মুখে সোনার চামচ নিয়ে জন্মায়। আর, একটু বড় হলেই তা সবাই কে চোখে আঙ্গুল দিয়ে বুঝাতে চায়। তারা দুনিয়ার মোহ এবং মিছে ক্ষমতার লোভে পড়ে ধরা কে সরা জ্ঞান করে। আমার লিখাটি ঐ সব লোকদের উদ্দেশ্যে লিখা যারা সাধারন মানুষ কে মানুষ বলে গণ্য করেনা। এই আসরের কোনো কবি দয়া করে তা ব্যক্তিগত ভাবে নিবেন না। অহেতুক কাদা ছুঁড়া ছুঁড়ি আমার ধর্ম নয়।