মেঘের কোলে বৃষ্টি উঠে পড়লো ভেঙে কান্নায়,
খোকা খুকী ছিলো ব্যস্ত চড়ুইভাতি রান্নায়।
দাওয়াত ছাড়া বৃষ্টি এসে দিলো ভেস্তে রান্না,
খুকুমণি গলা ছেড়ে জুড়ে দিলো কান্না।
খোকন সোনা কান্না দেখে ভয়ে জড়োসড়ো,
কেমন করে দেবে সামাল হয় নি তো সে বড়।
হঠাৎ করে সূয্যি মামা দিলো হেসে উঁকি,
কান্না ভুলে পা ছড়িয়ে রাঁধতে বসলো খুকী।