আমার মতো নয়কো সবাই
গুটিকতক পাবে,
কেউবা আমায় বাসে ভালো
কতক পাগল ভাবে।


এক ছোঁয়াতে দেই যে এঁকে
জগৎকালের গল্প,
সুপ্ত হৃদে জাগায় সাড়া
হোকনা সেটা অল্প।


আশার আলো দেই ছড়িয়ে
আমজনতার মনে,
মৃত প্রাণে ফুলকি ছোটে
হয়নি যাহা ধনে।


রূপটা আমার ভয়াল হলে
কতক ভীষণ ডরে,
করতে আমার বন্দী জবান
লাগে উঠে পড়ে।


প্রাণের ঘরে ভয়, ভীতিটা
বসত নাহি করে,
তাইতো আমি শুদ্ধ মনে
সত্য রাখি ধরে।


আদি থেকে বইছে ধারা
থাকব যুগে যুগে,
সবার কাছে প্রশ্ন আমার
বলো তো আমি কে?


বিঃদ্র :- কি জানি, ধাঁধাটি কি একটু কঠিন হয়ে গেল নাকি!