দুঃখ যেথায় সুখের সাথে
চিমটি কেটে নিচ্ছে সুখ,
আমরা সেথায় কেমন করে
ফেলব ঝেড়ে দারুণ দুখ।
চোখের তারায় দুঃখ ভাসে
নিশ্বাসেতে দুঃখ বায়,
স্বপন মাঝে দুঃখ এসে
পাতে আড়ি নিরালায়।
চতুর্দিকে দিচ্ছে উঁকি
দুঃখে তৈরী বসত ঘর,
হৃদয় কাঁপে কেমন করে
সামাল দেবে দুঃখ ঝড়।
দুঃখ নদী, দুঃখ সাগর
দুঃখ হলো পুকুর পাড়,
আনমনেতে বসে ভাবি
হবে কখন তা উজাড়।


বিঃদ্র :- করোনা মহামারির জন্য চারদিকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই লিখা।