কইরে দাদা কোথায় গেলি,কোথায় তোরে পাবো গিয়ে
খুঁজছি আমি অলি গলি, হাসছিস্ আবার খিলখিলিয়ে?
মা বলেছে বাড়ী যেতে সূয্যি মামা ডোবার আগে,
মল্ডা মিঠাই দেবে খেতে থাকিস্ না আর দূরে, ভেগে।
মিনির দুটো পা ভেঙ্গেছিস্ হাঁটছে দেখি সে খুঁড়িয়ে,
ভাঙছিস হাঁড়ি খেজুর গাছের পড়ছে যে রস চুয়ে চুয়ে।
পাচ্ছেনা মা কোথাও খুঁজে বাবার দেয়া ঘড়ি খানা,
এটা যে তার খুবই শখের বিলেত থেকে যত্নে আনা।
দাদু বুঝি হলো পাগল ছুটছে যে সে এদিক সেদিক,
শিয়রে তার পুটলি ছিলো গায়েব নাকি পুরো ম্যাজিক!
আমার জন্য কিনে আনা নতুন রঙ্গীন জামা খানা,
দেখে লাগে পুরান ত্যানা যায় না যে আর তারে চেনা।
দাদারে তুই কোথায় গেলি? আয় না চলে তাড়াতাড়ি,
নাটের গুরু তুই ই জানি তবুও চল ফিরে বাড়ী।