দিবস বেলা জ্বেলে বাতি
ক্ষয় করে দেয় আলো,
সন্ধ্যাকালে ছু মন্তরে
করে নিকষ কালো।


কালোবাজার রমরমা আজ
চিপা গলির ভিতর,
ভদ্র সমাজ পরে মুখোশ
কয় যে ওরা ইতর।


ইতরামির আর কি আছে ভাই
ফারাক তো নাই কোনো,
গর্জে যত বর্ষে না তা
গেছে জেনে চুনো।


চুনোপুঁটি মিলে তাইতো
রাঘব বোয়াল ধরে,
বেলা শেষে জিরোয় সবাই
একই গোয়াল ঘরে।