কিছু ব্যাথা কিছু আশা তোলা আছে সিন্দুকে,
দেহ ঘড়ি গেলে থেমে ছুঁড়ুক কাদা নিন্দুকে।
চাবিখানা যাহার হাতে তিনি তো অন্তর্যামী,
তাঁরই দয়ার মাগফেরাতে হবো যে পার এই আমি।


আস্তিনের সাপ বড়ই ধূর্ত ঝেড়ে ফেলা যাবেনা,
আদর করে মারবে ছোবল কোনো সুযোগ পাবেনা।
সবার হিসাব হবে করা যার যার কর্মের আলোকে,
মুখের মধ্যে থাকবে তালা অঙ্গগুলো ঝলকাবে।


ছোট বড় কোন কিছু যাবেনা তো বাদ সেদিন,
পাপের সাজা নির্ঘাত পাবো যদি আমি হই বেদ্বীন।
ভাগ্য আমায় যায়নি ছেড়ে এখনো যে দম চলে,
ঈমান আমল শক্ত করো পাবে উদ্ধার মন বলে।