আকাংখা তো অনেক কিছু
সাধ্যে কি তা সয়!
চতূর্দিকে আহাজারির
শব্দ গেঁথে রয়।
নিঃশ্বাসেতে দুঃখ ঝাড়ি
মনটা উচাটন,
দু’কানেতে হাতচাপা দেই
ভঙ্গ করে রণ।
পথিক আমি হাঁটছি যে পথ
পথের অন্ত কই!
চলার পথে কুড়াই স্বপন
আশায় বেঁচে রই।
জীবন খেলায় হার মেনেছে
কত শত জন,
তাদের দেখে বুকটা কাঁপে
এলো বুঝি ক্ষণ।