জীবন খাতার তাগিদ পাতায়
ফর্দ জমা কত,
কচি হাতে ছিল লেখা
আবেগ ছিল শত।


ঘাসফড়িংয়ের দুরন্ত ঝাপ
প্রজাপতির ডানা,
পাখ-পাখালির মধুর সুরে
হারাতে নেই মানা।


আরো ছিল পাহাড় চূড়ায়
সূর্য উঠার ছবি,
নদীর বাঁকে, শ্যামল ছায়ায়
উদাস ভাবের কবি।


ঝরো ঝরো বাদল দিনে
সিনান করার পালা,
উল্লসিত হয়ে গাঁথা
কদম ফুলের মালা।


ছিল শত, আছে কতক
হয়নি ফিকে সবই,
জমা ফর্দ, পাবে জীবন
হাসবে আবার রবি।