ঘরের জায়গা পর খেয়েছে
পরের জায়গা ঘরে,
আমার আমার করে কত
আবাল-বৃদ্ধ মরে।


দুই দিনের এই মেহমানখানায়
ঠাঁট বজায়ে চলে,
শান-শওকতের বলিহারি
ধর্ণা একই দলে।


ধিনাক তালে বোলতা উড়ে
ভ্রমর মরে লাজে,
মায়ের থেকে মাসীর দরদ
বারোটা তাই বাজে।


হাঁটুর তলে মতির কুয়ো
সবার হাত-ই গলে,
আবাল-বৃদ্ধ জোট বেঁধে তাই
একে-বেঁকে চলে।


ঘরের জায়গা পর খেয়েছে
পরের জায়গা ঘরে,
ভূতলেতে নিলে আসন
ক্যামনে রাখবে ধরে?