পাহাড় ছিল নদী ছিল
আর যে ছিল ভুল,
ভুলের গায়ে দু’পা রেখে
গেলাম তুলতে ফুল।
সুবাস কোথায় কাগজের ফুল
ভ্রমর হেসে কয়,
মুখটি বুজে আছি পড়ে
করে জীবন ক্ষয়।
জীবন মানে নয়তো হাসি
নয়তো খুশীর বান,
জীবন মানে বুঝাপড়া
হোকনা হৃদয় খান।
জীবন হলো ঠান্ডা চুলো
শূন্য হাঁড়ি চুপ,
জীবনের রং মায়ের চোখে
মুঠো ভাতের রূপ।
জীবন নদে হাতড়ে বেড়ায়
করুণ চোখে বাপ,
জীবন মানে তাদের কাছে
মস্ত বড় পাপ।
আমার কাছে জীবন মানে
ভাজা কথার খই,
কথার পিঠে কথা বেচে
চুপটি করে রই।