জীবন থেকে নেয়া কথ্য
শুনবে নাকি সুধীজন,
ইটের ভাটায় আত্মা সিদ্ধ
নাইতো আমার আপনজন।


দু’চোখ মেলে চেয়ে দেখি
আপন খেলায় মগ্ন সব,
পেটের দায়ে গতর খাটি
যাতাকলের পিশা যব।


মচকানো এই জীবন আমার
জন্ম থেকে লড়ছি ভাই,
মা-বাপের যে পাইনি দেখা
নিজের বলতে কেহ নাই।


সাধটা জাগে মন সাগরে
বিদ্যালয়ে পড়তে যাই,
অ, আ, ক, খ পড়ে যদি
ভাগ্যটারে কাছে পাই।


মানুষ বলে আমায় কখন
ভাববে তোমরা জনগণ?
রক্তে মাংসে গড়া শরীর
তবু কেনো নাই স্মরণ?