খেরো খাতার জীবনটা, খুবই অসহায়
শকুনের দৃষ্টি থেকে, বাঁচা বড় দায়।
যতই সে উপরে যাক না যে উড়ে
শিকারের সন্ধানে আসে ঘুরে ফিরে।


ভোরের সোনা রোদ আর পড়ন্ত বিকেলে
সবখানে রুচি তার, যা পায় তা ই গিলে।
শিকারেরা যদি হয়, নির্বোধ আর কমজোর,
মহা উল্লাসে সে শুরু করে তোড়জোড়।


গবলে যে গিলে খায়, মিটায় লালসা
বার বার পাওয়ার লোভ,মনে তার বাঁধে বাসা।
নাগালটা যে পাওয়া তার, নয় কারো সাধ্যি
যতই না খোঁজ করো, বাজিয়ে সব বাদ্যি।