ভাবখানা যে অতি সাধু
কাজে খয়ের খাঁ,
কথার বানে ধড় ফেলে দেয়
জিহ্বা নয়তো দা।
বুকের মধ্যে আগুন পোষে
টিকটিকি দেয় ফু,
নাকে মুখে ছোটায় ধোয়া
ছু মন্তর রে ছু।
জ্বলে পুড়ে বিরাণ করে
সরল লোকের মন,
ঘরে ঘরে ঝগড়া ফ্যাসাদ
লাগায় সারাক্ষণ।
দুই নৌকাতে চড়বে বলে
ছড়ালো দুই পা,
অহমিকার ভরাডুবি
রক্ষা পেলো গাঁ।