উড়ে এসে বসি জুড়ে
সব মানুষের হৃদখানে,
সবাই আমায় বাসে ভালো
এক তালেতে সমানে।

ধনী,গরিব,ছেলে, বুড়ো
আমি তাদের আপনজন,
আমায় পূরণ করার আশায়
মৃত্যু করে আলিঙ্গন।


নিত্যদিনই ভাঙ্গি আমি
চুপি চুপি নিরালায়,
ক্ষান্ত তবু দেয় না কেহ
চক্ষু বুজে আবার চায়।


অস্তিত্ব মোর না থাকলে ভাই
ডুবত মানুষ নিরাশায়,
আমার আশায় থাকে বেঁচে
নতুন জীবন ফিরে পায়।


সদর দরজা সদাই খোলা
আসতে পারো মাগনাতে,
সবার কাছে প্রশ্ন আমার
কইন চাইন দেহি আমি কে?


বিঃদ্রঃ- আবারও নিয়ে এলাম ধাঁধার কবিতা,
যার মন চায় খুলে নিবেন চিন্তার খাতা।
জানাবেন আমারে উত্তরটা
সঠিক ভুল কোনো ব্যাপার না।