মুখে মধু অন্তরে বিষ শুনতে লাগে ভালো,
সত্যি কথায় গাল ফুলিয়ে মুখটা করি কালো।
জগৎ জুড়ে ধস নেমেছে নীতি গেলো মারা,
স্বজন প্রীতির ঝোঁক বেড়েছে গরীব সর্বহারা।
কালো টাকার স্বাদটা খাসা যেনো মধুর হাঁড়ি,
নীতির তরে পিঠ এলিয়ে বানাই সাধের বাড়ি।
ভাবছি এবার বদলে বেশটা পরবো ময়ুর পুচ্ছ,
নীতির খেতা পুড়ে ফেলে বলবো সবাই তুচ্ছ।
আছে সবাই মহাসুখে খাতিরদারি জবর,
কৈ এর তেলে ভাজছে যে কৈ, কে নেয় নীতির খবর?